
ভোলা বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া ৫নং ওয়ার্ডে মো. রবিউল হোসেন (৪৭) এর বাগান হতে জোর পূর্বক গাছ কেটে ফেললো আপন ছোট ভাই মো. তসলিম নেওয়াজ (৩২)। ১২ আগস্ট; মঙ্গলবার সন্ধ্যায় আ: গফুর ড্রাইবার বাড়ীতে গাছগুলো কেটে ফেলার ঘটনা ঘটে। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অবসর প্রাপ্ত সার্জেন্ট মো. রবিউল হোসেন অভিযোগ করে বলেন, আমার ক্রয়কৃত ভোগ দখলীয় সম্পত্তি জোর দখলের চেষ্টা করে আসছে আমার আপন ছোট ভাই তসলিম।
এ বিষয় নিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ শালিসের মাধ্যমে তাকে সর্তক করলে সে কোন তোয়াক্কা না করে ১২-৮-২০২৫ ইং তারিখ সন্ধ্যায় আমার পৈত্রিক বাড়ীর ক্রয়কৃত ভোগ দখলীয় সম্পত্তির ভিতর থেকে প্রায় দুই শতটি সুপারি গাছ, দশটি কাটাল গাছ ও ৫টি আম গাছ সহ বাগানের বেড়া সহ জোর পূর্বক কেটে ফেলে।
আমি বিষয় ছোট ভাই কে জিঞ্জাসা করলে আমাকে নানা ভাবে গালমন্দ করে এবং আমাকে সহ আমার পরিবারকে বিভিন্ন ক্ষতিসাধনের ভয়ভীতি দেখায়। তিনি আরও জানান, এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বুধবার বিকেলে ঘটনাস্থলে এসে পুলিশ তদন্ত করে যায়। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এব্যাপারে মো. তসলিম নেওয়াজ জানান, আমার বড় ভাই আর আমি এক সাথে জমি ক্রয় করেছি। আমার জমিতে বেড়া দেয়া আমি ক্ষিপ্ত হয়ে আমার এবং ভাই’র বাগানের গাছ কেটে ফেলছি।
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
১৩-৮-২০২৫
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩