মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো চিফ রাজশাহী বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এমনভাবে ধ্বংস করা হয়েছে যে জনগণকে চিকিৎসার জন্য প্রতিবেশী দেশে যেতে বাধ্য করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, পদ্মা নদীসহ দেশের অন্যান্য নদীর ন্যায্য পানির হিস্যা আদায়ে প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি।
রোববার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, নির্বাচনের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে এমন বক্তব্য ও কর্মকাণ্ড থেকে বিরত থাকতে। তিনি বলেন আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো মোকাবিলায় জনগণের পাশে যেতে হবে।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “স্বৈরাচারী শেখ হাসিনা দেশকে ধ্বংস করে দিয়েছেন। আগামীতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসে দেশ পুনর্গঠন করবে এবং দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।
দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত এই দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নগরীর পাঠানপাড়ার বড় রাস্তার মোড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুপুরের পর থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। এক পর্যায়ে পুরো এলাকা নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে যায়।
মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতসহ কেন্দ্রীয় নেতারা।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩