স্টাফ রিপোর্টার
তাহিরপুরে পর্যটকবাহী হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাউজবোটটি পুড়ে ৮০ভাহ ভস্মিভূত হয়েছে।
স্হানীয় এলাকাবাসীর সূত্রে জানাযায়,হাউজবোটে থাকা ১২জন পর্যটক অল্পের জন্যে রক্ষা পেয়েছেন। শুক্রবার রাত ৮ টার দিকে পর্যটন স্পট নিলাদ্রী লেকের পাড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
হাউজবোটের স্টাফ একজন জানান, শুক্রবার দুপুরে তাহিরপুর সদর ঘাট থেকে ১২ জন পর্যটক নিয়ে প্রথমে তারা টাঙ্গুয়া হাওর ওয়াচ টাওয়ারে হাওর এদিক সেদিক ঘুরাঘুরি করেন। তারপর সেখান থেকে সন্ধ্যা ঘনিয়ে আসলে টাংগুয়া হাওর এলাকা থেকে চলে আসেন, নিলাদ্রী লেকে পাড়ে এসে রাত্রি যাপনের জন্য অবস্থান করেন।
পরে যার যার কেবিনের ভিতরে ছিলেন, তখন হাউজবোটে জেনারেটর চালানো ছিল এ অবস্থায় কেবিনের একজন তার মোবাইল ফোনের চার্জ দেওয়ার জন্য মাল্টি প্লাগে লাগানো মাত্রই দাউ দাউ করে আগুন জ্বলে উঠে।
প্রথমে নৌকায় থাকা স্টাফরা চেষ্টা করছিলেন আগুন নেভানোর জন্য, কিন্তু তারা কোনোভাবেই চেষ্টা করে পারছিলেন না; আগুন আরও বাতাসের মধ্যে তীব্র হয়ে উঠে। সে সময় পর্যটকদের চিৎকারে পার্শ্ববর্তী গ্রামের লোকজন ছোট ছোট নৌকা নিয়ে গিয়ে নৌকার মাঝি ও পর্যটকদের উদ্ধার করেন।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, আগুন লেগে হাউজবোটটি পুড়ে গেছে। তবে পর্যটকদের হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩