
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এক খামারিকে শ্বাসরোধে হত্যার পর তিনটি গরু লুট করে পালিয়ে যাওয়া সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি শফিকুল ইসলাম (৬৫), যিনি ‘সফি ডাকাত’ নামে পরিচিত। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার বড় কয়ড়া গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে।
সোমবার (২৬ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার যমুনা নদীর চরাঞ্চলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সফি একজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য, যার বিরুদ্ধে সিরাজগঞ্জসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ মোট সাতটি মামলা রয়েছে।
চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, গত ২১ মে রাতে চৌহালীর ঘোরজান ইউনিয়নের মুরাদপুর এলাকায় কাউলিয়া চরে এই নৃশংস ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাতদল গভীর রাতে প্রবেশ করে খামারি তারা মিয়াকে (৬৫) শ্বাসরোধে হত্যা করে এবং খামার থেকে তিনটি গরু লুটে নেয়।
ওসি আরও বলেন, “ঘটনার পরপরই পুলিশ তৎপর হয়ে ওঠে। একাধিক তদন্তকারী দল মাঠে নামে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাত দলের সদস্যদের শনাক্তের চেষ্টা শুরু করে। এরই ধারাবাহিকতায় সফিকে আটক করা সম্ভব হয়।”
গ্রেফতারের পর সফিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে বলে জানান ওসি বারিক। একইসঙ্গে ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের ধরতে এবং লুট হওয়া গরুগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের দাবি, সফি দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত চক্রের হয়ে বিভিন্ন জেলায় ডাকাতি কার্যক্রমে জড়িত ছিল। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রটির আরও সদস্যদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।
সাত্তার আব্বাসী
২৭ মে ২০২৫ইং।
০১৭১১৪৭৫৭৫২।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩