সন্দ্বীপ প্রতিনিধি:
"দন্ধে কোন আনন্দ নেই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই" এ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামেের সন্দ্বীপ উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষে সন্দ্বীপ উপজেলা জাতীয় আইনগত সহায়তা সংস্থা, লিগ্যাল এইড কমিটি, উপজেলা চৌকি আদালত এর আয়োজনে আদালত প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করে আদালত প্রঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদের ভবন হয়ে আবার আদালত গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নেন সিনিয়র জুটিশিয়াল ম্যজিস্ট্রেট, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও আইনজীবীরা। পরে সন্দ্বীপ উপজেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ বেলাল হোসাইন । আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ একেএম সফিকুল আলম চৌধুরী, সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মানস বিশ্বাস, উপজেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মনজুরুল আমীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরের আবদুল খালেক, আনসার ভিডিপি কর্মকর্তা স্বপন কুমার দাশ, এডভোকেট নিজাস উদ্দিন, ও সাহেদুল ইসলাম প্রমুখ।আলোচনায় বক্তারা সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের গুরুত্ব ও এর সুফল সম্পর্কে বক্তব্য রাখেন এবং সাধারণ জনগণকে বিনামূল্যে আইনি সহায়তার সুবিধা গ্রহণের আহবান জানান।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩