ফিলিস্তিনের গাজাজুড়ে ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৫৬ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫১ হাজার ৫০০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ।
শনিবার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫১ হাজার ৪৯৫ জনে পৌঁছেছে বলে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
আনাদোলু জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তারা জানায়, বহু হতাহত এখনো ধ্বংসস্তূপে আটকে আছেন। উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন।
২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর এই উপত্যকাটি পরিণত হয়েছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের কেন্দ্রে। প্রায় প্রতিদিনই নতুন করে প্রাণহানির খবর আসছে। শুধু গত ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া সামরিক অভিযানে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২ হাজার ১১১ জন এবং আহত হয়েছেন আরও ৫ হাজার ৪৮৩ জন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩