সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যৌতুক না পেয়ে গৃহবধূ খাদিজা খাতুনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আনোয়ার হোসেনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার দূর্গানগর ইউনিয়নের মুলবেড়া গ্রামে। ঘটনার পর গৃহবধূর স্বামী ও স্বজনরা পালিয়েছেন। খাদিজা শাহজাদপুর উপজেলার হলুদিঘর গ্রামের এমারত হোসেনের মেয়ে। ৩ বছর আগে আনোয়ারের সঙ্গে তার বিয়ে হয়।অভিযোগ থেকে জানা গেছে, বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে কখনও ৫০ হাজার, কখন ১ লাখ টাকা এনে দিতে স্ত্রী খাদিজাকে চাপ দিতেন স্বামী আনোয়ার। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। শুক্রবার ভোরে একই বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় আনোয়ার লাঠি দিয়ে খাদিজাকে বেধড়ক পেটালে তার মৃত্যু হয়। খাদিজার মৃত্যুর পর আনোয়ার ও তার বাড়ির লোকজন পালিয়ে যায়। প্রতিবেশী হিটলার কালু কান্নাকাটির শব্দ পেয়ে ওই বাড়িতে এসে খাদিজাকে পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় উল্লাপাড়া থানায় খবর দেন তিনি।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, খাদিজা খাতুনের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বাবা এমারত হোসেন মামলার প্রস্তুতি নিচ্ছেন।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩