রাজশাহীর দুর্গাপুরে বিভিন্ন কারণে গত ২৪ ঘণ্টায় বিষপানে নারী-পুরুষসহ আটজন আত্মহত্যার চেষ্টা করেছেন। এর মধ্যে দুই নারীর মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন, দুর্গাপুর উপজেলার পাইকড়তলী গ্রামের ওয়াশিমের স্ত্রী জান্নাতুন (২৫) ও উপজেলার তেবিলা গ্রামের রন্টুর স্ত্রী তহমিনা (৩০)।
বিষপান করা অন্যরা হলেন- উপজেলার পানানগর গ্রামের ময়না বিবি (৪৫), বেড়া গ্রামের রেজাউলের শিশু সন্তান তানজিমুল, কানপাড়া গ্রামের বিথি (৩০), দেবীপুর গ্রামের মহনা (১৮), পানানগর গ্রামের সাত্তার (৪৫), কাশেমপুর গ্রামের ইরিন খাতুন (২০) ও সায়বাড় গ্রামের হাবিবা খাতুন (১৫)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মেহেদী হাসান বলেন, গত ২৪ ঘণ্টায় বিষপানে হাসপাতালে আটজন ভর্তি হন। এর মধ্যে পাঁচজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে দুই নারী মারা যান। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্গাপুর থানার এসআই ইব্রাহীম আলী বলেন, এসব ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বাংলা নিউজ মিডিয়া কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
সারাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে WhatsApp & IMO 0044 7574 879654
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩