September 19, 2024, 4:28 pm
শিরোনাম
রেজাউল কবির বার আউলিয়া ডিগ্রী কলেজের সভাপতি মনোনীত: সর্ব মহলের অভিনন্দন শান্তিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তাহিরপুরে স্কুল নিরাপত্তা বিষয়ক এ্যাডভোকেসী কর্মশালা তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশনের “ইনাফ ক্যাম্পেইন” শুরু ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ  বিএনপি’র আহবায়ক কমিটি অনুমোদন তাহিরপুরের ভুয়া সমন্বয়ক সেজে নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের তিনটি দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি। বগুড়ায় এম-ট্যাবের প্রোগ্রাম চালাচ্ছে সভাপতি মাহাবুব, আছে মোটা অংকের অর্থের লেনদেনের অভিযোগ। বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কাটার অপরাধে ২৬ জনকে কারাদণ্ড প্রদান

খুলনা আর্ট একাডেমির শিশু শিল্পী তাসনিম মৌমিকে বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ রব হাওলাদার একটি ভারত বিচিত্রা ম্যাগাজিন উপহারস্বরূপ তুলে দেন

স্টাফ রিপোর্টার

খুলনা আর্ট একাডেমি খুলনার প্রানকেন্দ্রে অবস্থিত ৩৬, আয়েশা কটেজ, ইকবাল নগর খুলনা।এটি একটি শিল্প সাংস্কৃতিক প্রতিষ্ঠান।২০০৩ সাল থেকে এই প্রতিষ্ঠান চিত্রশিল্পী মিলন বিশ্বাস পরিচালনা করে আসছেন। আজ ২৪ শে জুন ঈদের ছুটি কাটিয়ে পুনরায় প্রতিষ্ঠান চালু হয়। বিকাল পাঁচটার দিকে বাংলাদেশ ডিবেটিং সোসাইটির পরিচালক ফোনের মাধ্যমে জানতে চায় খুলনা আর্ট একাডেমির শিশু শিল্পীরা আছে কিনা। তখন চিত্রশিল্পী মিলন বিশ্বাস জানায় আজ থেকে ক্লাস শুরু হয়েছে। তিনি দুইজন গুণীজন কে নিয়ে আসার কথা বলেন।
পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার আলগীবাজার
চিত্রা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ রব হাওলাদার,
বিকাশ রায় স্কুল শিক্ষক বাগমারা, খুলনা।সবাই মিলে শিশুদের ক্লাস পরিদর্শন করার জন্য আসেন। আমাদের প্রতিষ্ঠানে একজন বীর মুক্তিযোদ্ধার পদচারণে আমরা ধন্য। যাদের প্রচেষ্টায় আমরা পেয়েছি লাল সবুজের পতাকা,পেয়েছি মানচিত্র, পেয়েছি মাতৃভাষা। তাদের জন্যই মাতৃভাষায় কথা বলতে পারি আমরা।তাদের আগমনের সুখবরটি ক্লাসরুমে প্রকাশ করলে শিক্ষার্থী সহ অভিভাবকরাও আনন্দিত আমাদের প্রতিষ্ঠানে গুণীজনরা আসবেন।এ তো আমাদের সৌভাগ্য ।বলতে না বলতেই একাডেমিতে প্রবেশ করলেন জামাল উদ্দিন স্যার সহ দুইজন অতিথি। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক সবার উপস্থিতিতে অতিথিদের শুভেচ্ছা জানান এবং শিশু শিল্পীদের সাথে পরিচিতি পর্ব ও মুক্তিযোদ্ধার গল্প এবং জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে প্রশ্ন করেন শিশুদের কাছে ।তার মধ্যে থেকে একজন সঠিক উত্তরদাতা তাসলিমা মৌমি কে আজকের অতিথি ভারত বিচিত্রা ম্যাগাজিন হাতে তুলে দেয় উপহারস্বরূপ এবং চঞ্চলতায় শ্রেষ্ঠ ও আলাপে সাহসী শিশু হিসেবে রাইয়ান মল্লিককে পুরস্কার স্বরূপ আরো একটি ম্যাগাজিন তুলে দেয় ।এ. এইচ এম জামাল উদ্দীন পরিচালক বাংলাদেশ ডিবেটিং সোসাইটি,বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ রব হাওলাদার,বিকাশ রায় স্কুল শিক্ষক বাগমারা, খুলনা । এবং অভিভাবক ও শিক্ষার্থীরা সৌহার্দ্য বিশ্বাস,রায়েন,কুশল, সমুদ্র, রাইয়ান, আরশিন প্রমুখ উপস্থিত অতিথি এবং সম্মানিত অভিভাবকরা খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠানের প্রশংসা করেন। এসময় চিত্রশিল্পী মিলন বিশ্বাস পুনরায় সবাইকে আবারও ধন্যবাদ জানায় এবং সকলের কাছে সুন্দরভাবে প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সহযোগিতা প্রত্যাশা করেন। এতে অতিথিরা আরো খুশি হয়েছেন। সর্বশেষ সকলকে শুভকামনা জানিয়ে সবার কাছ থেকে বিদায় নেন। তখন চিত্রশিল্পী মিলন বিশ্বাস স্যারদের ধন্যবাদ জানিয়ে পুনরায় সবাইকে আসার আমন্ত্রণ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page