September 16, 2024, 6:52 pm
শিরোনাম
তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কাটার অপরাধে ২৬ জনকে কারাদণ্ড প্রদান জাতীয় প্রতিরক্ষা ব্যব্স্থাপনায় জনগনের অংশগ্রহণের দাবী জাতীয় পর্যবেক্ষক পরিষদের বাংলাদেশকে ঘিরে পরাশক্তির উত্থান সম্ভাবনা -আবু জাফর মাহমুদ মেয়র মঈন কাদরির আমন্ত্রনে বার্কিং টাউন হল পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধি দল চিতলমারীতে ভারি বৃষ্টিতে চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি মেজর অব. হাফিজ উদ্দিন বীর বিক্রম এর সা‌থে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সৌজন্য সাক্ষাৎ তাহিরপুর সীমান্তের ওপারে গর্তে আটকে পড়ে এক কয়লা শ্রমিকের মৃত্যু ##চুয়াডাঙ্গায় জেলা ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যপী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে## সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে একদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌর সদরের বারোয়ারী বট তলা থেকে বাজার পর্যন্ত প্রধান সড়কে বৃষ্টির পানি জমে বিশ্বম্ভরপুর উপজেলা সুজনের নতুন কমিটি সভাপতি-শেখ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক-এমদাদুল হক মিলন।

##জীবননগরে বিদ্যুৎ*স্পৃ*ষ্ট হয়ে ১০ বছরের এক বালক মৃ*ত্যু*বরণ করেছে##

(স্টাফ রিপোর্টার: হাদিসুর রহমান) জীবননগর চুয়াডাঙ্গা

ঘটনাটি ১৩ই জুন বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় আন্দুলবাড়িয়া ইউনিয়নের কুলতলা গ্রামে সংঘটিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলতলা গ্রামের সোহাগ হোসেনের পুত্র রাব্বি হোসেন (১০) নিজ বাড়িতে খেলা করছিল
পরবর্তীতে খেলতে খেলতে তাদের বাড়ির টিনের বেড়ায় তার হাত লাগে কিন্তু পূর্ব হতে বৈদ্যুতিক তার লিকেজ হওয়ার কারণে টিনের ঘরটি বিদ্যুতায়িত ছিল যার ফলে তার হাত লাগার সাথে সাথে সে বিদ্যুৎ স্পৃ*ষ্ট হয়ে মাটিতে পড়ে যায়।

এরপর নিকট আত্মীয়-স্বজন তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে এরপর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত হিসেবে ঘোষণা করেন।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সুরতহাল প্রতিবেদন করা হয়েছে এছাড়াও বিষয়টি তদন্ত-পূর্বক পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page