September 19, 2024, 3:59 pm
শিরোনাম
রেজাউল কবির বার আউলিয়া ডিগ্রী কলেজের সভাপতি মনোনীত: সর্ব মহলের অভিনন্দন শান্তিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তাহিরপুরে স্কুল নিরাপত্তা বিষয়ক এ্যাডভোকেসী কর্মশালা তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশনের “ইনাফ ক্যাম্পেইন” শুরু ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ  বিএনপি’র আহবায়ক কমিটি অনুমোদন তাহিরপুরের ভুয়া সমন্বয়ক সেজে নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের তিনটি দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি। বগুড়ায় এম-ট্যাবের প্রোগ্রাম চালাচ্ছে সভাপতি মাহাবুব, আছে মোটা অংকের অর্থের লেনদেনের অভিযোগ। বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কাটার অপরাধে ২৬ জনকে কারাদণ্ড প্রদান

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জেলার ১২ উপজেলার ছাত্র প্রতিনিধিদের নিয়ে মত বিনিময় সভা করেছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মোঃ উসমান গনী‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক হেলাল আহমদ,আসাদুল্লাহ আল গালিব, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক আবু সালেহ নাসিম, দেলোয়ার হোসেন শিশির,সালমান আহমদ,জেলা সমন্বয়ক ইমনোদ্দোজা আহমদ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মোঃ ইয়াকুব আলী,ইলিয়াস আহমেদ,সায়মন মিয়া,বায়েজিদ আহমেদ,নিহাল আহমেদ ও নাইম আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে খুনি শেখ হাসিনার পতন ঘটিয়েছে। কিন্তু খুনি শেখ হাসিনার ফ্যাসিস্ট কাঠামো দূর করতে না পারলে আমাদের লড়াই শেষ হবে না। ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত ফ্যাসিস্ট কাঠামো ধুলোয় মিশিয়ে দিতে আমাদের সংগ্রাম চলবে। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কে সুনামগঞ্জ জেলা সদরের পাশাপাশি জেলার ১২ উপজেলা,৪ পৌরসভা এবং প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সুসংগঠিত করতে সাংগঠনিক প্রচারাভিযান জোরদার করার তাগিদ প্রদান করা হয়।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এবং সুনামগঞ্জ জেলা সমন্বয়কদের সাথে জেলার নবাগত পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান পিপিএম-এঁর বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার ছাত্রদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ সরকারি কলেজ, সিলেট মদন মোহন কলেজ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ ও অন্যান্য ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page