September 19, 2024, 4:42 pm
শিরোনাম
রেজাউল কবির বার আউলিয়া ডিগ্রী কলেজের সভাপতি মনোনীত: সর্ব মহলের অভিনন্দন শান্তিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তাহিরপুরে স্কুল নিরাপত্তা বিষয়ক এ্যাডভোকেসী কর্মশালা তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশনের “ইনাফ ক্যাম্পেইন” শুরু ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ  বিএনপি’র আহবায়ক কমিটি অনুমোদন তাহিরপুরের ভুয়া সমন্বয়ক সেজে নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের তিনটি দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি। বগুড়ায় এম-ট্যাবের প্রোগ্রাম চালাচ্ছে সভাপতি মাহাবুব, আছে মোটা অংকের অর্থের লেনদেনের অভিযোগ। বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কাটার অপরাধে ২৬ জনকে কারাদণ্ড প্রদান

একুশে পদকপ্রাপ্তীতে কাওসার চৌধুরীকে মহেশখালী সমিতি- ঢাকার সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার

মহেশখালী সমিতি -ঢাকা’ উদ্যোগে মহেশখালীর কৃতি সন্তান বিশিষ্ট প্রামান্যচিত্র নির্মাতা, অভিনেতা ও কলাম লেখক জনাব কাওসার চৌধুরী রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক -২০২৪ প্রাপ্তি উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান ৫ জুলাই ২০২৪ শুক্রবার বিকালে ধানমন্ডিতে সাম্পান চাইনিজ রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি আবদুল শুক্কুর সিআইপি এর সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্বর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিয়ার মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব আবুল কাসেম, বিশিষ্ট রাজনীতিবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ আতা উল্লাহ খান, কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রনেতা নুরুল আজিম কনক, এ্যাডভোকেট সাইদুর রহমান মজুমদার, সংবর্ধনা সভায় আরো উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি সাজ্জাদ হেলাল উদ্দিন, তৌফিক উল্লাহ রফিক শাকিল, মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক মোহাম্মদ শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক ধন বাবু, প্রবাসী কল্যাণ ও আন্তজার্তিক বিষয়ক সম্পাদক আজিজ খান, লালমাটিয়া মহিলা কলেজ এর প্রভাষক ও সংগঠনের সাহিত্য সংস্কৃতিক সম্পাদক অংকিতা আহমেদ রুবী, সাহিত্য ও সেমিনার সম্পাদক এ্যাডভোকেট সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক মোশাররফ আজিজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুরুল আবছার, নির্বাহী সদস্য সাইদুল করিম, ডুসামের সভাপতি মোহাম্মদ শওকত ও উইংসের সাবেক সাধারণ এস্তাফিজুর রহমান খোরশেদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি বলেন জনাব কাওসার চৌধুরীর একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের মাধ্যমে সমগ্র মহেশখালী বাসীকে সম্মানিত ও গৌরবান্বিত করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে বিকশিত করতে এবং দেশজ শুদ্ধ সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে তাঁর সাহসী প্রয়াস বলিষ্ঠ ভূমিকা রাখবে। সংবর্ধনার জবাবে জনাব কাউসার চৌধুরী তার বক্তব্যে রাস্ট্রীয় পুরস্কার সহ আন্তর্জাতিক অঙ্গনে প্রাপ্ত সকল পুরস্কার ও অর্জন সমগ্র মহেশখালী বাসীকে উৎসর্গ করে বলেন মহেশখালীতে বধ্যভূমির স্মৃতি সংরক্ষণ ও সেই সাথে নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জোর প্রচেষ্টা চালাতে হবে।
সভাপতির বক্তব্যে সিআইপি আবদুর শুক্কুর বলেন প্রকৃত গুণীজনদেরকে কদর না করলে গুণীজনের সৃষ্টি হবে না কাওসার চৌধুরী শুধু মহেশখালীর সম্পদ নন তিনি সারা বাংলাদেশের সম্পদ, আমাদের গর্ব ও অহংকার। তিনি নতুন প্রজন্মের রোল মডেল। তাঁর দেখানো পথ ধরে তরুনদের আরো বড় কিছু করার শপথ নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page