September 19, 2024, 4:32 pm
শিরোনাম
রেজাউল কবির বার আউলিয়া ডিগ্রী কলেজের সভাপতি মনোনীত: সর্ব মহলের অভিনন্দন শান্তিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তাহিরপুরে স্কুল নিরাপত্তা বিষয়ক এ্যাডভোকেসী কর্মশালা তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশনের “ইনাফ ক্যাম্পেইন” শুরু ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ  বিএনপি’র আহবায়ক কমিটি অনুমোদন তাহিরপুরের ভুয়া সমন্বয়ক সেজে নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের তিনটি দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি। বগুড়ায় এম-ট্যাবের প্রোগ্রাম চালাচ্ছে সভাপতি মাহাবুব, আছে মোটা অংকের অর্থের লেনদেনের অভিযোগ। বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কাটার অপরাধে ২৬ জনকে কারাদণ্ড প্রদান

পশ্চিমবঙ্গের মধুরকুল হাই স্কুলে অনুষ্ঠিত হলো স্কুলের শিক্ষক তথা দ্বিভাষিক কবি আশিফ মাসুদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার

গতকাল সোমবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী মধুরকুল হাই স্কুলে অনুষ্ঠিত হলো প্রতিষ্ঠানটির ইংরেজি ভাষার শিক্ষক তথা দ্বিভাষিক কবি আশিফ মাসুদ এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। এলাকায় জীবন্ত অক্সফোর্ড ডিকশনারি নামে বিশেষভাবে খ্যাতিমান এই শিক্ষক ও কবি দীর্ঘ ৩৫ বছর যাবৎ মধূরকুল হাই স্কুলে ছাত্র ছাত্রী তথা সহকর্মীদের মাথার মুকুট হয়ে ছিলেন। আজ তাঁর চাকুরী জীবনের শেষ দিনে স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রী তথা সহকর্মীরা তাঁকে চোখের জলে শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে বিদায় সংবর্ধনা জানালেন। স্কুলের ছাত্র ছাত্রী, বর্তমান এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকা ও এলাকার গুণীজনদের কবিতা আবৃত্তি, বক্তৃতা, সংগীত ও বিভিন্ন প্রীতি উপহারের মাধ্যমে শিক্ষক ও কবি আশিফ মাসুদকে সংবর্ধিত করা হয়। প্রতিষ্ঠানটির ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা ছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন স্কুলের দুজন প্রাক্তন প্রধান শিক্ষক শরৎ কুমার দাস ও আমিনুল হক বিশ্বাস, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক শফিকুল হাসান বিশ্বাস, সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম, মনজুর হোসেন, বিশিষ্ট দ্বিভাষিক কবি ও শিক্ষক ইমদাদুল ইসলাম, কবি ও শিক্ষক সাইফুল ইসলাম, বিশিষ্ট ফটোগ্রাফার বদরোদ্দোজা আনসারী ও অন্যান্যরা। প্রতিষ্ঠানটির তরফ থেকে এত সুন্দর একটি বিদায় অনুষ্ঠানের আয়োজন করায় এলাকাবাসী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিতাভ কর্মকার, সহকারী শিক্ষক ইনজামাম উল ইসলাম, স্বরূপ কুমার সরকার, জিয়ারুল ইসলাম ও সোহরাব হোসেন সহ অনেকেরই ভূয়সী প্রশংসা করে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক আব্দুল্লাহিল কাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page