September 14, 2024, 10:13 pm
শিরোনাম
তাহিরপুর থানা পুলিশের অভিযানে বালু ভর্তি ৪ টি নৌকাসহ গ্রেফতার-১ নিহত ছাব্বীরের বাড়িতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) তামিম জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ হারানো বিজ্ঞপ্তি বিসিএ এ্যাওয়ার্ডস-২৪, ২৮ অক্টোবর লন্ডনের ০২ ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনু‌ষ্ঠিত হ‌বে রিমান্ড শেষ না হতেই দুই পুলিশ সদস্যকে কারাগারে প্রেরণ: রংপুরে দাফনের ৫৪ দিন পর মেরাজুলের মরদেহ উত্তোলন সার্ক সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি’র সভাপতি রাজু লামা জাতিসংঘের অধিবেশনে যোগ দিচ্ছেন বিএনপি’র সাবেক এমপির গাড়ি বহরে হামলা \ ৭ বছর পর আ.লীগের সাবেক এমপি সহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা। বিদ্যুৎ সটসারকীট থেকে অগ্নি দুর্ঘটনা।

ঈদগাহ্ হাইস্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে শিক্ষক শিক্ষার্থী-অভিভাবকের বিক্ষোভে উত্তাল ঈদগাঁও

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাতকে পদত্যাগসহ ২৮ দফা উপস্থাপনসহ বিক্ষোভ মিছিল স্মারকলিপি দিয়েছে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক ফোরাম। ২৯ আগস্ট বিকেলে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ঈদগাঁও বাজার,বাস-স্টেশন প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি অধ্যয়নরত শিক্ষার্থীরা।

শিক্ষক- শিক্ষার্থী সূত্রে জানা যায়, ২৬টি দফাতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কল্যাণে বিভিন্ন দাবী তুলে ধরা হয়। ২৭ নং দফায় তারা লিখেন, আমরা জানি এবং পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে দেখেছি উপরের ২৬টি দফার প্রত্যেকটির বিপরীত কাজ করে আপনি বিদ্যালয়ের মান-সম্মান ক্ষুন্ন করেছেন, শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন। আমরা নিজেরাও এর ভূক্তভোগী। তাই কেন আমরা আপনার পদত্যাগ দাবী করব না তার সুনিদিষ্ট তথ্য-উপাত্ত ও প্রমাণ দিন। ২৮ নং দফায় তারা লিখেছেন, ২৭ নং পূরণ করতে না পারলে আগামী ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করুন। শিক্ষার্থীরা জানান, দফা উপস্থাপন ও আলোচনার সময় প্রধান শিক্ষক পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে স্থানীয় বহিরাগত বাড়াটিয়া বিএনপি নেতা-কর্মীদের ডেকে এনে শিক্ষার্থীদের সাথে বাদানুবাদে জড়িয়ে দেন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের মারধর করে।

এদিকে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে প্রাক্তন শিক্ষার্থীদের স্ট্যাটাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সয়লাব হয়ে গেছে। স্টেপডাউনখুরশীদুলজান্নাত হ্যাশট্যাগ ব্যবহার করে ক্ষোভ ঝাড়ছেন তারা। মুশফিক উল করিম নামের একজন লিখেছেন, ঈদগাঁওর শিক্ষা ব্যবস্থা নষ্টের মূল কারিগর খুরশিদুল অনেক অপকর্ম ও দুর্নীতির মাধ্যমে কোটি টাকা আত্মসাত করেও এখনো বহাল তবিয়তে এ প্রধান শিক্ষক। উপজেলা আওয়ামীলীগের সভাপতি উনার স্কুলের সভাপতি ছিল বিধায় এতদিন রাজনৈতিক শক্তির অপব্যবহার করে যাবতীয় অপকর্ম, দুর্নীতি ধামাচাপা দিয়েছেন। ঈদগাঁও উপজেলার শিক্ষাক্ষেত্রে তিনি আরেক স্বৈরাচার হাসিনা। দুর্নীতিবাজ খুরশিদুল জান্নাতের পদত্যাগ চাই। মারুফ নামের একজন লিখেছেন, ইনশাআল্লাহ এগুলোর হিসেব দিতে হবে ম্যাম আপনাকে, আমাদের ২২ ব্যাচকে যে পরিমান নির্যাতন করছে আল্লাহর কসম এগুলো আমরা হিসেব করে রেখেছি, আপনি শুধু ভয় একটাই দেখাতেন! পরীক্ষা দিতে দিবেন না, রেজিষ্ট্রেশন করতে দিবেন না, ফরম ফিলাপ করতে দিবেন না। আমি শুধু একটুকুই বলব এই ম্যাম কসম হাসিনার চেয়ে কম না।

তৌহিদুল হক তৌহিদুল একজন তার দীর্ঘ স্ট্যাটাসে লিখেন, ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২০ সাল থেকে যে শিক্ষার্থী গুলো সরকারিভাবে উপবৃত্তি পেতো। তাদের জন্য সরকারি ভাবে বারো মাসে মাসিক বেতন বিদ্যালয় এর ফান্ডে জমা হতো। তার সত্বেও উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের থেকে অন্যায় ভাবে তিন মাসের বেতন নেওয়া হতো। আমি এতিম হওয়ার কারণে আমাকেও উপবৃত্তি পাওয়ার জন্য নির্বাচন করা হয়েছিল। আমার থেকেও ওই তিন মাসের ফি নিয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত। আমি দশম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর যখন জানতে পারলাম আমাদের বারো মাসের বেতন সরকারিভাবে স্কুলে দেওয়া হয়। তখন শ্রেণী শিক্ষককে বিষয়টি জানিয়েছি। শ্রেণি শিক্ষক প্রধান শিক্ষককে জানিয়েছিলেন উত্তরে প্রধান শিক্ষক বলেছেন তিনি এই ব্যাপারে অবগত নন। দশম শ্রেণীতে আমাদের থেকে সেই তিন মাসের বেতন নেওয়া হয়নি ।আমার কথা হল তাহলে এই তিন মাসের বেতন কারা নিতো। এখনো অনেক শিক্ষার্থীদের কাছে এর রশিদ আছে। এবং বিদ্যালয়ে হিসাব খাতায় এগুলো লিখা আছে আমি দেখেছি। আমার সামনে শ্রেণী শিক্ষক এই হিসাব গুলো করেছেন।

প্রমাণ বিদ্যালয় আছে আবার শিক্ষার্থীর কাছেও আছে। আমার দুঃখ হচ্ছে উপবৃত্তি কারা পাই যারা এতিম এবং নিতান্তই গরিব। এই গরিবদের থেকে অতিরিক্ত তিন মাসের টাকা নিয়ে কি বিদ্যালয় কর্তৃপক্ষ ভালো করেছে। অন্যায়ের প্রতিবাদ করলে হুমকি ধামকি শুনতে হয়। আমি ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার মত আপনাদের ছেলে মেয়েরা যেন বিদ্যালয় থেকে বুক ভরা কষ্ট নিয়ে বের না হয়। প্রতিবাদ করুন।

সূত্র জানায়, ২০২৩ সালে খুরশীদুল জান্নাতের বিরুদ্ধে সুনিদ্দিষ্ট ৩৬টি অভিযোগ তুলে ধরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির চার সদস্য ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আলম, শহিদ উল্লাহ মিয়াজী, এসএম সরওয়ার কামাল ও রমজান আলী লিখিতভাবে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, দুর্নীতি দমন কমিশন, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, কক্সবাজার জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে ওই শিক্ষকের অনিয়মের ফিরিস্তি উল্লেখ করে অভিযোগ দেন। ২০২৩ সালের এপ্রিল মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য জেলা শিক্ষা অফিসারকে পত্র দিয়েছিলেন। খুরশীদুলের প্রায় ২ কোটি টাকা আত্মসাতের বিষয়ে একই বছর নভেম্বরে তদন্ত করেন পরিদর্শন ও নিরীক্ষা অধিদন্তর, যার প্রতিবেদন এখনো দেওয়া হয়নি বলে অভিযোগকারী সূত্র জানায়। জানতে চাইলে তারা আরও জানান, দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের যাবতীয় অপকর্মের সহযোগী সদ্য বিলুপ্ত ম্যানেজিং কমিটির সভাপতি ও কক্সবাজার সদর উপজেলা আওয়ামীগ সভাপতি মাহমুদুল করিম মাদু।

তিনি তার রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, পেশিশক্তি ও ভয়ভীতির মাধ্যমে প্রধান শিক্ষকের যাবতীয় দুর্নীতির অভিযোগ সামাল দিয়েছেন। খুরশীদুল জন্নাতের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পুন:তদন্ত দাবী করেছেন তারা। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা জানান,কয়েকদিন ধরে ঈদগাঁহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভের কথা শুনেছি। তাদের স্বারকলিপিও পেয়েছি আগামী রোববার উভয়ের পক্ষের সাথে একটি বৈঠকও ডেকেছি। তবে বহিরাগত এনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা দুঃখজনক। অভিযোগ প্রমানিত হলে নিয়মমাফিক অভিযুক্ত শিক্ষককে প্রয়োজনে অপসারণ করা হবে বলে আশ্বস্ত করেন আন্দোলনরত শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের। অন্যদিকে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্নভাবে হুমকি দামকি দেয়ার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে থারায় লিখিক অভিযোগ দাখিল করা হয়েছে বলে জানান আন্দোলনরত শিক্ষক আব্দুল খালেক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page