September 16, 2024, 6:52 pm
শিরোনাম
তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কাটার অপরাধে ২৬ জনকে কারাদণ্ড প্রদান জাতীয় প্রতিরক্ষা ব্যব্স্থাপনায় জনগনের অংশগ্রহণের দাবী জাতীয় পর্যবেক্ষক পরিষদের বাংলাদেশকে ঘিরে পরাশক্তির উত্থান সম্ভাবনা -আবু জাফর মাহমুদ মেয়র মঈন কাদরির আমন্ত্রনে বার্কিং টাউন হল পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধি দল চিতলমারীতে ভারি বৃষ্টিতে চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি মেজর অব. হাফিজ উদ্দিন বীর বিক্রম এর সা‌থে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সৌজন্য সাক্ষাৎ তাহিরপুর সীমান্তের ওপারে গর্তে আটকে পড়ে এক কয়লা শ্রমিকের মৃত্যু ##চুয়াডাঙ্গায় জেলা ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যপী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে## সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে একদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌর সদরের বারোয়ারী বট তলা থেকে বাজার পর্যন্ত প্রধান সড়কে বৃষ্টির পানি জমে বিশ্বম্ভরপুর উপজেলা সুজনের নতুন কমিটি সভাপতি-শেখ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক-এমদাদুল হক মিলন।

রাউজানের সাবেক এমপি ফজলে করীম চৌধুরীর ইশারায় শিক্ষার্থীদের বুকে গুলির নির্দেশ!

মুহাম্মদ জুবাইর

মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত রাউজানের সাবেক এমপি পুত্র ফারাজ করিম চৌধুরী। সুনামগঞ্জের বণ্যা, ফিলিস্তিনিদের সাহায্যে হাত বাড়িয়ে দেওয়ায় ব্যাপক আলোচনায় আসে তার নাম। তবে এই মানবতার ফেরিওয়ালাই খোলস বদলে ফেলেন ২০২৪ এর রক্তক্ষয়ী আগষ্টের ছাত্র জনতার গনঅভ্যুত্থানে। শুরু থেকেই পুরোপুরি এই আন্দোলনের বিরোধিতা করেন তিনি, যদিও তা প্রকাশ পায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু তাই না, অভিযোগ রয়েছে ছাত্রসমাজের বুকে সরাসরি গুলি চালানোর নির্দেশদাতাও তিনি।

 

এর আগে স্বায়ত্তশাসিত কিংবা সরকারি বেসরকারি চাকরির সব নিয়োগ পক্রিয়ায় ৫৬% কোটার বিরুদ্ধে সংস্কার চেয়ে দাবী জানিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রথমে তাদের ১ দফা দাবী থাকলেও পরবর্তীতে পরিস্থিতি জটিল হওয়ায় ৯ দফা দাবী পেশ করেছিল তারা। সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের নির্বিচারে গুলি, হত্যা ও গুম হওয়ার ঘটনায় পরবর্তীতে সরকার পতনের ১ দফা দাবী জানানো হয়। পরে ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে পতন হয় হাসিনা সরকারের। দেশ ছেড়ে হেলিকপ্টারযোগে সেই চিরচেনা ভারতে পালিয়ে যান তিনি।

 

গত ৪ই আগষ্ট হাসিনা সরকারের দেশত্যাগের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা দাবীর ডাকে নেমে আসে চট্টগ্রামের ছাত্র সমাজ। এতে সমর্থন জানিয়ে নগরের নিউ মার্কেট মোড়ে উপস্থিত হয় চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণ। তাদের এই আন্দোলনকে বানচাল করতে দফায় দফায় আক্রমন করে আওয়ামিলীগ, ছাত্রলীগ ও পুলিশবাহিনী। সেদিন রক্তের বন্যায় ভেসে যায় গোটা নিউ মার্কেট মোড়। এর আগে গত ৩ আগষ্ট মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে একটি মিটিং করে আওয়ামিলীগ, ছাত্রলীগসহ চট্টগ্রামের স্বেচ্ছাসেবকলীগ নেতারা। সেখানে উপস্থিত ছিলেন রাউজানের এমপি ফজলে করিম চৌধুরী ও তার ছেলে ফারাজ করিম চৌধুরী। জানা যায়, ঐ মিটিংয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সরাসরি গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়। আর এই নির্দেশ দেন খোদ রাউজানের এমপি ফজলে করিম চৌধুরীর ও তার ছেলে ফারাজ। এ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য অর্থ যোগান দেওয়ার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

 

ফজলে করিমের বাসা চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পাশে। এছাড়াও নামে বেনামে দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার কোটি টাকার সম্পদেরও সন্ধান মিলেছে বেশ কয়েকটি অনুসন্ধানে। অবৈধ আয়ে গড়া এই বিশাল সাম্রাজ্য টিকিয়ে রাখতেই হাসিনা সরকারকে নানাভাবে সহযোগিতা করেছিল বলেও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, গত ৪ই আগষ্ট চট্টগ্রামের নিউ মার্কেটে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর তাদের ইশারায় গুলি করে ভাড়াটিয়া সন্ত্রাসীরা। রাউজানসহ দেশে বিভিন্ন প্রান্ত থেকে ভাড়া করে সন্ত্রাসী নিয়ে আসারও অভিযোগ পাওয়া গেছে। নিউ মার্কেটের স্থানীয় এক ফুটপাত দোকানদান বলেন, হাসিনা দেশ ছেড়ে পালানোর আগের দিন আওয়ামীলীগ ও ছাত্রলীগের গুলিতে বেশ কয়েকজন ছাত্রকে গুরুতর আহত হতে দেখেছি। পুলিশের পাশাপাশি এই সন্ত্রাসীরাও সেদিন নির্বিচারে ছাত্রজনতার উপর গুলি চালায়। এদের মদতদাতা হিসেবে আওয়ামীলীগের বেশ কয়েকজন নেতাও ছিল।

 

জানা যায়, গত ৪ই আগষ্ট চট্টগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রায় ৫০টা লাশ ফেলানোর কথা ছিল। আর এই সন্ত্রাসী কার্যক্রমের নির্দেশ দেন রাউজানের সাবেক এমপি ফজলে করিম ও ছেলে ফারাজ করিম চৌধুরী। তাদের নির্দেশ বাস্তবায়ন করে জমির উদ্দিন পারভেজ, ঘি বাবুল ও সাইদুল ইসলাম। যদিও তারা এখনও ধরাছোঁয়ার বাহিরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page