September 16, 2024, 6:53 pm
শিরোনাম
তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কাটার অপরাধে ২৬ জনকে কারাদণ্ড প্রদান জাতীয় প্রতিরক্ষা ব্যব্স্থাপনায় জনগনের অংশগ্রহণের দাবী জাতীয় পর্যবেক্ষক পরিষদের বাংলাদেশকে ঘিরে পরাশক্তির উত্থান সম্ভাবনা -আবু জাফর মাহমুদ মেয়র মঈন কাদরির আমন্ত্রনে বার্কিং টাউন হল পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধি দল চিতলমারীতে ভারি বৃষ্টিতে চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি মেজর অব. হাফিজ উদ্দিন বীর বিক্রম এর সা‌থে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সৌজন্য সাক্ষাৎ তাহিরপুর সীমান্তের ওপারে গর্তে আটকে পড়ে এক কয়লা শ্রমিকের মৃত্যু ##চুয়াডাঙ্গায় জেলা ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যপী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে## সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে একদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌর সদরের বারোয়ারী বট তলা থেকে বাজার পর্যন্ত প্রধান সড়কে বৃষ্টির পানি জমে বিশ্বম্ভরপুর উপজেলা সুজনের নতুন কমিটি সভাপতি-শেখ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক-এমদাদুল হক মিলন।

শেখ হাসিনার বিচার দাবিতে তাহিরপুরে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার::

শেখ হাসিনার বিচার দাবিতে আজ তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে তাহিরপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদল।

 

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিচার করার দাবিতে তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তাহিরপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। আজ বুধবার সকাল ১টা থেকে তাহিরপুর বাজারে চার ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

তার আগে তাহিরপুর বাজার সামনে জড়ো হতে শুরু করেন তাহিরপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদল নেতাকর্মীরা। বেলা ১১টার দিকে সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

 

বিক্ষোভ-মিছিল শেষে তারা সেখানে সমাবেশ করেন। এ সময় শেখ হাসিনা ও তার দোসরদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন  নেতাকর্মীরা।

 

উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃএনামুল হক এনাম এর সভাপতিত্বে  সিনিয়র যুগ্ম আহাব্বায়ক আবু সায়েমের সঞ্চালনায়,এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সহ তথ্য ও গবেষণা  বিষয়ক সম্পাদক ভাস্কর রায়,তাহিরপুর উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ,তাহিরপুর উপজেলা কৃষক দলের আহাব্বায়ক লুৎফর রহমান,জেলা যুবদলের সহ কোষাদক্ষ মাহবুব মল্লিক,সদর ইউনিয়ন বিএনপির সাধারণত সম্পাদক বাদল মিয়া,সেচ্চাসেবক দলের আহাব্বায়ক শাহিন মিয়া,মৎসজীবী দলের সভাপতি শফিকুল ইসলাম,যুবদলের যুগ্ম আহাব্বায়ক আবুল ইসলাম,তাবারক হোসেন মৌল্লা,সেচ্চাসেবক দলের সদস্য সচিব ডাঃ হাবিব, কৃষক দলের সদস্য সচিব আবুল কালাম,মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আলামিন গণি,উত্তর বড়দল ইউনিয়নের যুবদলের সভাপতি আক্তার হোসেন,দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের যুবদলের সভাপতি শাহ আলম,সদর ইউনিয়নের যুবদলের সভাপতি আব্দুল বারিক,বালিজুরি ইউনিয়নের যুবদলের সভাপতি জিল্লুর রহমান,দক্ষিণ বড়দল ইউনিয়ন যুবদলের সভাপতি হযরত আলী,উপজেলা যুবদলের সদস্য শ্রীপুর উত্তর ইউনিয়নের যুবদলের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব,সিনিয়র সহ সভাপতি ইসলাম উদ্দিন,যুবদলের সদর ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি দেভেশ রায়,বাদাঘাট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,বালিজুরি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হারিস উদ্দিন,দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক সাইকুল ইসলাম,দক্ষিণ বড়দল ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক মালু মিয়া,উপজেলা যুবদলের সদস্য সবুজ মিয়া,তুফায়েল মিয়া,হোসাইন মোহাম্মদ গাজী,রতি মিয়া,যুবদল নেতা আল আমিন,জবা মিয়া,উপজেলা কৃষকদলে যুগ্ম আহাব্বায়ক তামিম হাসান লিংকন, ছাত্রদলের যুগ্ম আহাব্বায়ক আবির হাসান সোহেল, রুবেল মিয়া,সদস্য সাইদুর রহমান অপু,ছাত্রদল নেতা রানা তালুকদার প্রমুখ।

 

উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ এনামুল হক এনাম বলেন,শতশত শিক্ষার্থী-জনতার জীবনের বিনিময়ে দীর্ঘদিনের বৈষম্যের শিকল ভেঙ্গে আমরা আজকের এই স্বাধীনতা পেয়েছি। কিন্তু ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসর তথা ষড়যন্ত্রকারীরা এখনও থেমে নেই। তাই আমাদের বসে থাকলে চলবে না, শহীদদের রক্তের বিনিময়ে প্রাপ্ত এই স্বাধীনতা আমাদেরকেই রক্ষা করতে হবে।

 

যার হুকুমে অকালে এতো প্রাণ ঝরে গেলো সেই স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে,
ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে এর ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়ে তিনি আরও বলেন, শুধু হত্যাকাণ্ডই নয়, গত ১৫ বছরে আওয়ামী লীগের যেসব মন্ত্রী এমপি ও নেতারা অনিয়ম-দুর্নীতি করেছে, তাদের বিচার করতে হবে। এমনকি অবৈধভাবে অর্জন করা সম্পদ রাষ্ট্রীয় কোষাগারের আওতায় নিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page