September 16, 2024, 6:51 pm
শিরোনাম
তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কাটার অপরাধে ২৬ জনকে কারাদণ্ড প্রদান জাতীয় প্রতিরক্ষা ব্যব্স্থাপনায় জনগনের অংশগ্রহণের দাবী জাতীয় পর্যবেক্ষক পরিষদের বাংলাদেশকে ঘিরে পরাশক্তির উত্থান সম্ভাবনা -আবু জাফর মাহমুদ মেয়র মঈন কাদরির আমন্ত্রনে বার্কিং টাউন হল পরিদর্শনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধি দল চিতলমারীতে ভারি বৃষ্টিতে চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি মেজর অব. হাফিজ উদ্দিন বীর বিক্রম এর সা‌থে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সৌজন্য সাক্ষাৎ তাহিরপুর সীমান্তের ওপারে গর্তে আটকে পড়ে এক কয়লা শ্রমিকের মৃত্যু ##চুয়াডাঙ্গায় জেলা ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যপী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে## সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে একদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌর সদরের বারোয়ারী বট তলা থেকে বাজার পর্যন্ত প্রধান সড়কে বৃষ্টির পানি জমে বিশ্বম্ভরপুর উপজেলা সুজনের নতুন কমিটি সভাপতি-শেখ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক-এমদাদুল হক মিলন।

গাজীপুর জেলা কারাগারে বন্দিদের বিদ্রোহ, ৩ কারারক্ষীসহ ১৬ আহত।

সাবরিনা জাহান,
বিশেষ প্রতিনিধি :

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০টায় দিকে গাজীপুর জেলা কারাগারের বন্দিরা বিদ্রোহ শুরু করে। এ সময় কারারক্ষীদের ছোঁড়া রাবার বুলেটে আহত হয়েছেন ১৬ জন। আহতদের মধ্যে ৩ জন কারারক্ষীও রয়েছেন।

জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বন্দিরা আন্দোলন শুরু করে। গাছের ডালপালা ভেঙে জামা-কাপড় দিয়ে বেঁধে মই বানিয়ে বন্দিরা দেওয়াল টপকে পালিয়ে যাওয়া চেষ্টা করে। পালানো ঠেকাতে কারারক্ষীরা গুলি করে। এলো-পাথাড়ি গুলিতে ১৬ জন আহত হয়।

খবর পেয়ে সেনাবাহিনী কারাগারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কারাগার সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন কারাগারে বিক্ষোভের খবরে গাজীপুর জেলা কারাগারে গত কয়েকদিন ধরে বন্দিরা আন্দোলন করে আসছিল। এদিকে ছাত্র ও রাজনৈতিক মামলার জামিনপ্রাপ্ত আসামিদের আজ বৃহস্পতিবার মুক্তি দিলে সেখানে থাকা অন্য বন্দিরাও মুক্তির দাবিতে সকাল ১১টা থেকে বিক্ষোভ শুরু করে। পরে তাদের নিয়ন্ত্রণ করতে রাবার বুলেট ছোঁড়া হয়।

এতে বেশ কয়েকজন আহত হয়েছে। তবে ভেতরে এখন সেনাবাহিনী এসেছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে কারাগারের ওই সূত্র জানিয়েছেন।

গাজীপুর জেলা কারাগারের চিকিৎসক ডা. মাকসুদা আক্তার বলেন, বন্দিরা যখন বিদ্রোহ শুরু করল, তখন রাবার বুলেট ছুড়লে ৫/৬ জন অজ্ঞান হয়ে গিয়েছিল। তবে সিরিয়াস কিছু না, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জ্ঞান ফিরে এসেছে। অনেকের শরীর রাবার বুলেটের আঘাত ছিল, এখন ড্রেসিং করে দিয়েছি। এরপর দেখলাম একজনের পর একজন আসছে। কারো চোখে আঘাত, কারো মাথায় আঘাত, কারো পায়ে আঘাত। অনেকের সেলাই করা লেগেছে। হয়ত কাউকে সরকারি হাসপাতালে রেফার্ড করা লাগতে পারে। এ পর্যন্ত ১৩ জন বন্দি সহ ৩ জন কারারক্ষীসহ ১৬ জন আহত হয়েছেন।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হঠাৎ কারাগারে গোলাগুলি শুরু হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page