September 7, 2024, 11:18 pm
শিরোনাম

#রাসেল ভাইপারের কারণে অস্থির গ্রাম বাসি #

(স্টাফ রিপোর্টার: হাদিসুর রহমান) জীবননগর চুয়াডাঙ্গা

শরিয়তপুর নাওডোবা এলাকার চড়ে বিষাক্ত রাসেল ভাইপার সাপটি পিটিয়ে মারা হয় গতকাল।মারা যাওয়া সাপটির পেটে ৪২ টি বিষাক্ত বাচ্চা ছিলো। এই সাপের বংশ বিস্তার হয় খুব দ্রুত।এই সাপ নিধনে সরকারি ভাবে পদক্ষেপ নেয়া জরুরি। তা না হলে শীগ্রই চরাঞ্চল ছেড়ে শহরেও পৌছাবে কিলিং মেশনি খ্যাত রাসেল ভাইপার। এই সাপ কামড় দেয়ার আধা ঘন্টার মধ্যে বিষক্রিয়া শুরু হয়ে যায়। ১ ঘন্টার মধ্যে হসপিটালে না নিতে পারলে উপরওয়ালার উপর ভরসা করা ছাড়া আর কিছুই করার থাকবে না। জেলা উপজেলা লেভেলে এই সাপের এন্টিভেনমও এভেইলেবন না। সব প্রানী মারলে মায়া লাগলেও এই সাপ মারলে কোনো মায়া লাগেনা।

অনেকে অজগর এর কামড় ভেবে চিকিৎসাও নেয় না যা মারা যাওয়ার আরেকটি কারণ। দয়া করে ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করবেন না। ওঝার কোনো ক্ষমতা নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page