September 19, 2024, 4:37 pm
শিরোনাম
রেজাউল কবির বার আউলিয়া ডিগ্রী কলেজের সভাপতি মনোনীত: সর্ব মহলের অভিনন্দন শান্তিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তাহিরপুরে স্কুল নিরাপত্তা বিষয়ক এ্যাডভোকেসী কর্মশালা তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশনের “ইনাফ ক্যাম্পেইন” শুরু ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ  বিএনপি’র আহবায়ক কমিটি অনুমোদন তাহিরপুরের ভুয়া সমন্বয়ক সেজে নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের তিনটি দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি। বগুড়ায় এম-ট্যাবের প্রোগ্রাম চালাচ্ছে সভাপতি মাহাবুব, আছে মোটা অংকের অর্থের লেনদেনের অভিযোগ। বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কাটার অপরাধে ২৬ জনকে কারাদণ্ড প্রদান

রাজশাহী বাঘায় স্মার্ট ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠিত

মোঃ তোফাজ্জল হোসেন
স্টাফ রিপোর্টারঃ

স্মার্ট ভূমি সেবা,স্মার্ট নাগরিক,এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর বাঘা উপজেলায় শনিবার ( ৮ জুন, ২০২৪) থেকে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। সকাল সাড়ে ১১টায় উপজেলার ভূমি কার্যালয় চত্বরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে বর্তমান সরকার স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। এ ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে। নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহণ করতে নাগরিকদের স্মার্ট হতে হবে। ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে।

উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যকালে সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম বলেন, আপনারা জানেন আমাদের এই ভ’ূমি সেবা নিয়ে আগে অনেক জটিলতা ছিল। গতানুগতিক পদ্ধতিতে অনেক সময় ক্ষেপণ হতো। কিন্তু বর্তমান সরকার যুগোপযোগী ভাবে আমাদের ডিজিটাল পদ্ধতিতে নাগরিকদের জন্য অনেক কিছু সংস্কার সাধন করেছেন। ভূমি খেকো বলতে যা ছিল, সেগুলো কিন্তু এখন আর নেই। আপনারা অনলাইনে আবেদন করবেন, আপনার কাছে এসএমএস চলে যাবে।

তিনি জানান,জনসচেতনতা বৃদ্ধিতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতেও নাগরিক সেবা প্রদান করা হচ্ছে। সভাপতির বক্তবকালে উপজেলা নির্বাহি অফিসার বলেন, ভোগান্তি যেন সহজে কমানো যায় সেই আঙ্গিকে এই ভূমি সেবা সপ্তাহটা শুরু হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে জমি সংক্রান্ত ক্রাইম রিলেটেড যে বিষয়গুলো থাকে, এখন অনেক কমে এসেছে। আগে যারা আপনাদের এই ভবিষ্যৎ বিভিন্নভাবে শোষণ করেছিল, বাংলার প্রত্যেকটা মানুষের কাছে তা বিভিন্ন রকম ক্ষতে পরিণত হয়েছিল। ভূমি আইন পরিবর্তনের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, শেরেবাংলা একে এম ফজলুল হক।

প্রতিবন্ধী সাহায্য ও সহায়তা কেন্দ্রের কর্মকর্তা মুনসুর রহমানের সনঞ্চালনায়, অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম (বাবুল), পরিদর্শক (ওসি তদন্ত) সোহেব খান, আড়ানী ইউনিয়ন ভূমি কর্মকর্তা, নওশাদ আলী, ভূমি সেবা গ্রহিতা মনিরুল ইসলাম,

উপস্থিত ছিলেন- আলপনা খাতুনসহ উপজেলা ও ইউনিয়ন ভ’মি কর্মকর্তা-সাধারন জনগন। পরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে-করবো ভুমি পুনরুদ্ধার,রুখবো মরুময়তা,অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা, শ্লোগানে- উপজেলা চত্বরে ফলদ বৃক্ষ রোপন করা হয়। এর আয়োজন করে গ্লোবাল কমিউিনিটি অরগানাইজেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page